মানসিক স্বাস্থ্য সচেতনতায় আত্মহত্যা প্রতিরোধ হেল্পলাইনের গুরুত্ব তুলে ধরলো কান পেতে রই
[২৯ জানুয়ারি ২০২০, ঢাকা] বাংলাদেশের প্রথম মানসিক সহায়তা ও আত্মহত্যা প্রতিরোধমূলক হেল্পলাইন কান পেতে রই আজকে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের সাত বছরের তথ্যের ভিত্তিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন তুলে ধরে। প্রতিষ্ঠানটির গবেষক দলের এই প্রতিবেদনে দেখা যায় যে প্রায় ১৯ হাজার কলের মধ্যে ২০ শতাংশ ছিল আত্মহত্যাপ্রবণ। মোট কলারদের মধ্যে বেশিরভাগের বয়স ২০ থেকে ৩৯ বছর এবং সবচেয়ে বেশি উঠে এসেছে সম্পর্কের টানাপোড়েন, আর্থিক, শিক্ষাগত ও মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যা। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন (ডব্লিউএইচও), ব্র্যাক এনজিও, ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) এর পক্ষ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আইনজীবী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল এবং বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডাঃ মুহম্মদ জাফর ইকবাল অতিথি বক্তা হিসাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ‘কান পেতে রই’ বাংলাদেশে এই হেল্পলাইন পরিষেবাটির প্রয়োজনীয়তা এবং বিকাশের একটি সংক্ষিপ্ত ইতিহাস উপস্থাপন করেন। আত্মহত্যা ...