Posts

Showing posts from April, 2021

শেয়ারিং ইজ কিউরিং এবং কান পেতে রই

Image
  শেয়ারিং শব্দটার সাথে আমরা প্রায় সবাই পরিচিত। শেয়ারিং বলতে বুঝি কোন কিছু নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আমরা নিত্য নতুন শেয়ারিং ধারণার সাথে পরিচিত হচ্ছি, যেমন রাইড শেয়ারিং, যেকোন সার্ভিস শেয়ারিং, ইত্যাদি। প্রতিটা শেয়ারিং এর ক্ষেত্রে আমাদের কিছু ইন্টারেকশন হয়। এই ইন্টারেকশন কারও জন্য সুখকর অনুভূতির জন্ম দেয়, কারো জন্য অস্বস্তিকর, কিংবা কারো জন্য বিরক্তিকর অথবা ভয়ংকর অভিজ্ঞতা উপহার দেয়। এই যে ছোট্ট একটি ইন্টারেকশন এর ঘটনা আপনার মাঝে যে অনুভূতি ও চিন্তার উদ্রেক করলো সেটা আপনি হয়তো শেয়ার করেন আপনার কলিগ, বন্ধু বা পরিবারের কোন সদস্যের সাথে। এখন ভাবুন, প্রতিদিন এমন শত শত ইন্টারেকশন করছেন, বহু মানুষের সাথে, বহু প্রতিষ্ঠানের সাথে। এমনকি অধিকাংশ ইন্টারেকশনের সময় অনুভূতির কথা খেয়ালই থাকে না, কিংবা সচেতন ভাবে চিন্তাও করি না আমরা। দিন শেষে ভুলে যাই কি কি চিন্তা ও অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছিলাম, শুধু মাত্র আমাদের বিচারে গুরুত্বপূর্ণ কিছু অভিজ্ঞতা মাথায় থাকে সেটাও সময়ের পরিক্রমায় হারিয়ে যায়। এইবার আরেকটু লম্বা সময়ের জন্য চিন্তা