Posts

Showing posts from June, 2021

পাশে থাকতে শেখা - নিজের এবং অন্যের

Image
  কান পেতে রই সম্পর্কে প্রথম জানতে পারি ২০১৪ সালে, জাফর ইকবাল স্যারের বই "টুনটুনি ও ছোটাচ্চু" থেকে।   বইটির উৎসর্গপত্রে কান পেতে রইয়ের নাম ছিলো। উৎসর্গপত্রের নোটটুকু আমার অত্যন্ত প্রিয় তাই পুরোটাই তুলে দিলাম -  "তোমরা কিছু তরুন তরুনী মিলে নিঃসঙ্গ, বিপর্যস্ত,  হতাশাগ্রস্তদের মানসিক সেবা দেবার জন্যে একটি হেল্পলাইন খুলেছ।এমনকি আত্মহত্যা করতে উদ্যত কেউ কেউ শেষমুহূর্তে তোমাদের ফোন করেছিলো বলে তোমরা তাদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছো। আমি আমার সুদীর্ঘ জীবনে কখনো কারোর জীবন বাঁচাতে পারিনি কিন্তু তোমরা এই বয়সেই মানুষের জীবন বাঁচাতে পার - কী আশ্চর্য! " নিজের অজান্তেই আমিও হয়তো কয়েকবার বলে ফেলি, কী আশ্চর্য, কী আশ্চর্য। না জানি ওনারা কত মানুষের কষ্টের সময় পাশে থেকেছেন, কত কত মানুষের জীবন বাঁচিয়েছেন। অজানা অদেখা এই সেচ্ছাসেবী মানুষগুলোর প্রতি একটা গভীর শ্রদ্ধাবোধ কাজ করে আমার মধ্যে। মনের কোনে একটা সুপ্ত ইচ্ছেও ঘোরাঘুরি করতে থাকে, "ইশ! আমিও যদি ওদের একজন হতে পারতাম।" তখনও বুঝিনি লরা ইঙ্গলসের মতো বলা মাত্রই   ইচ্ছে পূরণ হয়ে গেছে আমার। আত্মহত্যা শব্দটার সঠিক অর্থ