ভালোলাগা ভালোবাসা
মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই “কান পেতে রই” তে আসা। বিষয়বস্তুর কারণে কাজটা আমাকে প্রচন্ড টানছিলো। ভাত কাপড়ের মত নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে মানুষকে সাহায্য করার কাজটা ইচ্ছা থাকলেই করা যায় এবং প্রচুর মানুষ সেটা করছে। কিন্তু আমাদের সমাজে মানসিক ভাবে বিপদগ্রস্থ একজন মানুষকে সাহায্য করার কথা খুব কম মানুষই ভাবে। তাছাড়া আত্মহত্যার বিষয়টি আমাকে খুব কষ্ট দিতো। যখন জানলাম এখান থেকে আমি আত্মহত্যা প্রবন মানুষের পাশে দাঁড়াতে পারবো, তখন অন্যরকম এক ধরনের ভালো লাগা কাজ করছিলো। আমি আত্মবিশ্বাসী ছিলাম। নিজেকে একজন উদার, সহমর্মী ও সহনশীল মানুষ বলেই জানতাম। জানায় ভুল ছিলোনা, তবে ঘাটতি ছিলো। নিজেকে সঠিকভাবে মাপতে পেরেছিলাম “কান পেতে রই” এর ট্রেনিং এর পর থেকে। আগেকার জানা আর পরের জানায় ছিলো বিস্তর ফারাক। ভেবেছিলাম কিছু আনুষ্ঠানিকতা শেষ করেই মানসিক সমস্যাগ্রস্থ মানুষগুলোকে সাহায্য করতে শুরু করব। কিন্তু কাজটা করতে হলে যে নিজেকে কতখানি বদলে ফেলতে হবে, কল্পনাও করতে পারিনি। ট্রেনিংটা আমার সামনে ধরা একটা আয়নার মত কাজ করেছিলো। কান পেতে রইতে কাজ শুরু করার আগেও আমার আশে পাশের মানুষের...